সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

কালকিনিতে ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে শিকদার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

কালকিনিতে ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে শিকদার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
কালকিনিতে ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে শিকদার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সারাদেশে মহাসংকটে পড়েছে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ। কারণ করোনার কারণে মানুষ কাজে যেতে পারছে না। কর্মহীন হয়ে পড়ায় অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এই সংকটময় পরিস্থিতিতে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে বুকে ধারন করে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের প্রায় ৩’হাজার অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে মঙ্গলবার (১২ মে) সকালে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছে শিকদার ফাউন্ডেশন। আয়োজকরা জানান, করোনার কারণে গ্রামের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। সংক্রমণ এড়াতে ঘরবন্দী থাকতে গিয়ে খাদ্য সংকটে পড়েছেন তারা। তাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
শিকদার ফাউন্ডেশনের কর্ণধর ও বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস.এম রিফাত আলম বলেন, আমরা মোঃ শাহেআলম শিকদার ও দিদার শিকদারের সার্বিক সহযোগীতায় ‘করোনা মোকাবিলায় আমরা শুরু থেকে এ অঞ্চলের মানুষকে সচেতন করার জন্য সব কিছু করছি। এবং ত্রাণ বিতরণ করেছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি। যতদিন প্রয়োজন ততদিন মানুষের জন্য ত্রাণ তৎপরতা অব্যহত থাকবে। আমরা সবাই মিলে এই মহামারি জয় করবে।


error: Content is protected !!