
মনে কিছু ভাষা থাকে বোঝেনা মানুষে
স্বার্থটা খোজে শুধু মানুষরুপি খাটাসে
মনোজঙ্গল পরিস্কার হয় মানবকল্যাণে-
বাহ্যিক জয় সার্ফ এক্সেল স্যম্পু-সাবানে
ভালমন্দ বোঝে বিবেকবান ভদ্রলোকে
আশায় কাদে রিলিফচোরে স্বপ্নলোকে
খুধার্তকে অন্নজল গরু মেরে জুতাদান
মহামারী এলে বুঝা যায় অবদান/অপমান
মনের জোড়ে দান-দক্ষিনা এটাই মানবতা
কালো টাকা সাদা করার এটা কারো বার্তা
ভদ্রলোকে অন্ন চায়না চায় একটু বাঁচতে
তাদের মাথা বিক্রি করে চোরে বলে আস্তে!
ঘরের মেঝে গর্ত করে রিলিফের চাউল রাখে
তারা আবার প্রতিনিধি অন্নদাতা শুধু দেখে
বড়কর্তা বিশিষ্ট লোক নিয়ে কমিটি গঠন করে
গুরুচোর থাকে মন্ত্রি পাড়ায়, শিষ্যকে নেয় ধরে
কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে শিষ্য
কর্তা কমিটি হাঁ করে চেয়ে থাকে দরিদ্র নিঃস্ব
রিলিফে নয় ছয় গুরুশিষ্যের জয় জয় দেশে
কভিড-১৯ মহামারী রিলিফ কর্তা বাহ! হাসে
কাকু আমার মন্ত্রী, বড় দাদু প্রধান উপদেষ্টা
এই সরকার আমার বাচাঁ মরার স্রষ্ঠা।