Monday 31st March 2025
Monday 31st March 2025

দ্রোহই প্রেমের উৎসধারা

দ্রোহই প্রেমের উৎসধারা
দ্রোহই প্রেমের উৎসধারা

দ্রোহের রাতে, প্রেমের ছায়া,
একা হৃদয় ভেঙে আছি আমি আজ।

প্রতিশোধ ভরা চোখে, ভালোবাসা কান্না,
দূরে দূরে চলে গিয়েছে ভালোবাসা।

চিরকাল যাত্রী, সঙ্গে হয়েছে হারি,
কেন জীবনে এত অজানা পথে?

দুটি হৃদয় সেপারেট, এক আকাশে অসীম,
প্রেমের স্বপ্ন পড়ে সীমার পারে।

কিন্তু তোমার প্রেমে ধরা রোদন,
আমি থামাইনি হৃদয়ের হারি।

দ্রোহে মিশে আছে ভালোবাসার রঙ,
একা আছি আমি, মুখ বলে “আসবে সেই দিন”।

দুটি পথ বিভিন্ন, একটি অজানা,
কোথায় পৌঁছাবে এ দুটি দিন?

প্রেম মেঘের মতো, ছুটতে চায় বৃষ্টি,
কিন্তু দ্রোহের আকাশে, মেঘ হয়ে যায় বিস্তি।

হৃদয়ে প্রতিদ্বন্দ্ব, মিশে রইল জীবনে,
দ্রোহে প্রেম, হৃদয় জুড়ে দেয় প্রবন্ধন।

একা আছি, হৃদয় ভরা রক্তে,
দ্রোহে প্রেম, এ জীবন হয় একটি বার্তা।

লেখক
সুশান্ত ভাওয়াল
শিক্ষক, সামতন্তসার উচ্চ বিদ্যালয়