
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে পোস্ট দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিরাজুম মুনিরা দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং পোস্টটি তিনি করেননি। পরে আইডি ফিরে পেয়ে পোস্টটি মুছেও ফেলেন। তবে এ ঘটনায় সরাইলের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এসিল্যান্ডকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।