
খিলগাঁও মডেল কলেজ থেকে প্রাণিবিদ্যায় মাস্টার্স করা লাবনী আক্তার স্বল্প পুঁজি নিয়ে শরীয়তপুরে গড়ে তুলেছেন দেশের বিরল একটি উদ্যোগ — বিদেশি Swiss Albino জাতের ইঁদুরের খামার। ২০২৪ সালে মাত্র দেড় হাজার টাকা বিনিয়োগ করে শুরু করা এই খামার এখন মাসে প্রায় ২০০টি ইঁদুর সরবরাহ করছে, যার থেকে লাবনী মাসিক ১৫ হাজার টাকা আয় করেন।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে খামার গড়ে তোলেন তিনি। তার ইঁদুর মূলত গবেষণাগার ও সাপের খামারে সরবরাহ করা হয়। তবে মধ্যস্থতাকারীদের কারণে তিনি প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হন। লাবনী ভবিষ্যতে সরাসরি গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করে ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখেন। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে তার এই উদ্যোগ আরও অনেক নারীকে উদ্যোক্তা হওয়ার প্রেরণা দিতে পারে।