Monday 31st March 2025
Monday 31st March 2025

জাজিরার মুলন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল

জাজিরার মুলন ইউনিয়ন  জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল
জাজিরার মুলন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুরের জাজিরা উপজেলা মুলনা ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ রমজান মোতাবেক ২৫ মার্চ লাউখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মুলনা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শিকদার মোঃ মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাওলানা তাইজুল ইসলাম সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান শিকদার সহ জাজিরা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ রোজাদার মুসল্লী এবং তৌহিদী জনতা।

আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।