
শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকচাপায় ইমন আকন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে নশাসন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খেলতে গিয়ে শিশুটি রাস্তার ওপর চলে গেলে দ্রুতগতির মাহিন্দ্র ট্রাক তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।