Monday 31st March 2025
Monday 31st March 2025

ভেদরগঞ্জ পৌরসভায় অসহায় ও দুঃস্থ, গরিব ৩’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভেদরগঞ্জ পৌরসভায় অসহায় ও দুঃস্থ, গরিব ৩’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ভেদরগঞ্জ পৌরসভায় অসহায় ও দুঃস্থ, গরিব ৩’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অসহায় ও দুঃস্থ, গরিব ৩’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন)।

২৫ মার্চ মঙ্গলবার বিকেল ৩ টায় ভেদরগঞ্জ পৌরসভার আয়োজনে অসহায় ও দুঃস্থ, গরিব পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার ভেদরগঞ্জ পৌরসভায় অসহায় ও দুঃস্থ, গরিব ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে চাল, চিনি, দুধ, সেমাই, তেল ও সাবান বিতরণ করেন।

এর পূর্বে তিনি তার ব্যক্তিগত তহবিল হতে ভেদরগঞ্জ পৌরসভায় ২হাজার ৪’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন।

ঈদ সামগ্রী বিতরণকালে উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন) বলেন, অসহায় ও দুঃস্থ পরিবার যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে তার জন্য বিএনপি’র পক্ষ থেকে এই উদোগ গ্রহণ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলায় মাদক, ইভটিজিং, সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্যকলাপ বন্ধের লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান। ‍উপজেলা বিএনপি’র পক্ষ থেকে তিনি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন এবং বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আলম তালুকদার, ভেদরগঞ্জ পৌরসভার বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আকন, এসকেন্দার ছৈয়াল, আবু সাঈদ হাওলাদার, রাশিদা গনি, সেলিম চোকদার, কাজল মাঝি ও বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীগণ সহ সাংবাদিকবৃন্দ।