Monday 31st March 2025
Monday 31st March 2025

জাজিরায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

জাজিরায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন
জাজিরায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

শরীয়তপুর জাজিরা উপজেলা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২৫।

২৬ শে মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্প স্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার মধ্যে দিয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়।

দিবসটির নানা কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনীর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন, দৌড় প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় ইফতারের আয়োজন, জাতির শান্তি সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয় অনুষ্ঠিত হয়।
এ সময় কুচকাওয়াজে অংশগ্রহণ করে, পুলিশ, আনসার ও ভিডিপি বিএনসিসি,বয়োজ/গার্লস স্কাউট, রোভার স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় পুরস্কার তুলে দেন বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রধানদের এবং ইস্কুলের ছাত্রছাত্রীদের মাঝে।