Monday 31st March 2025
Monday 31st March 2025

নাগরিকত্ব ত্যাগে এনআইডি বাতিলের নতুন নির্দেশ

নাগরিকত্ব ত্যাগে এনআইডি বাতিলের নতুন নির্দেশ
নাগরিকত্ব ত্যাগে এনআইডি বাতিলের নতুন নির্দেশ

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে, যেসব ভোটার অন্য দেশের রেসিডেন্সি গ্রহণের জন্য নাগরিকত্ব ত্যাগ করবেন, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। ইসি সচিবের নির্দেশে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তথ্য যাচাই করে এ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে কার্যক্রম চলছে, যেখানে এ পর্যন্ত ৪২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখের বেশি, এবং চলমান হালনাগাদে আরও ৫৭ লাখ ভোটার যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।