
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে, যেসব ভোটার অন্য দেশের রেসিডেন্সি গ্রহণের জন্য নাগরিকত্ব ত্যাগ করবেন, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। ইসি সচিবের নির্দেশে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তথ্য যাচাই করে এ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে কার্যক্রম চলছে, যেখানে এ পর্যন্ত ৪২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখের বেশি, এবং চলমান হালনাগাদে আরও ৫৭ লাখ ভোটার যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।