
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশের সাহসী নারীদের মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ দিতে মনোনীত করেছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি ফেসবুকে জানান, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে এই পুরস্কার গ্রহণ করা তার কাছে গ্রহণযোগ্য নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্দোলনে নারীদের সাহসিকতা ও নেতৃত্বের জন্য এই স্বীকৃতি দেওয়া হচ্ছে, যার অনুষ্ঠান ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।