
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে
সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ১ এপ্রিল সকল ৯ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মওলানা ওবায়দুল হক মাছেদের সভাপতিত্বে ও ভেদরগঞ্জ উপজেলা শাখা জামায়েতে ইসলামি সেক্রেটারি মাওলানা ইমরান হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুর রব হাশেমি, উপজেলা আমির মাষ্টার মনোয়ার হোসেন, সাবেক আমির মোঃ আবুল বাশার, এডভোকেট শাহজালাল জাহিদ, জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাখাওয়াত কাওছার, ভেদরগঞ্জ পৌরসভার আমির মাওলানা খবিরউদ্দিন রমিজী, মাওলানা শামসুল ইসলাম তালুকদার, কেএম ইয়াকুব এছাড়া ভেদরগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
#