
শরীয়তপুরের ডামুড্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংবাদিক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকাল ৮ টায় ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আব্দুল মালেক । পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক ,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক , উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল , কৃষি অফিসার রাজিব বসু,সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত , শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজী, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উজ্জ্বল সিকদার, ডামুড্যা পৌরসভা জামায়াত ইসলামীর আমির আতিকুর রহমান কবির,ডামুড্যা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি,উপজেলা ছাত্র সমন্বয়ক মাহাবুব আলম জয়,ফয়সাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।