
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ইশরাক হোসেন আদালতে মামলা করেছিলেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলামের দেওয়া এই রায়ে তাপসের সরকারী গেজেটও বাতিল করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী, ইশরাক হোসেনই এখন ঢাকা দক্ষিণের মেয়র।