Monday 31st March 2025
Monday 31st March 2025

দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান

দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান
দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সেনাবাহিনী পেশাদার বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাপ্রধান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখাতে বলেন। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশও দেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশ সফরে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন বলে উল্লেখ করেন সেনাপ্রধান। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে সাক্ষাতে সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, সেনাবাহিনী জাতির সেবায় সবসময় প্রস্তুত এবং অপপ্রচারের বিরুদ্ধে সজাগ রয়েছে।