Monday 31st March 2025
Monday 31st March 2025

মাদারীপুরের শিবচর মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মাদারীপুরের শিবচর মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
মাদারীপুরের শিবচর মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মাদারীপুরের শিবচর উপজেলায় দুই বারের সাবেক ইউপি সদস্য মোঃ লাল মিয়া বেপারী ও তার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ চাঁন মিয়া বেপারী ও ছোট ভাই মোঃ হেমায়েত উদ্দিন বেপারীর নামে  ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার ২৬ মার্চ বেলা ১১ টায় উপজেলার সন্যাসীর চর  ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সন্যাসীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কহিনুর হাওলাদার, ইউপি সদস্য জুলহাস মালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য মোঃ লাল মিয়া বেপারী ও তার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মোঃ চাঁন মিয়া বেপারী ও ছোট ভাই মোঃ হেমায়েত উদ্দিন বেপারী তারা কোন আদম ব্যবসার সাথে জড়ত নেই। তাদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মানব পাচার মামলা দায়ের করেন জুয়েল রানা ও ইদ্রিস আলী । তাদেরকে বিবাদীরা কেউই চেনেন না। লাল মিয়াসহ তার ভাইরা এলাকায় ভদ্র একটি পারিবর। এই পরিবারকে হয়রানি কারা জন্য এই মিথ্যা মামলা করেন। যেটা সম্পর্ক মিথ্যা ও বানোয়াট। তাদের পরিবারের কেউ কোন আদম ব্যবসার সাথে জড়িত নাই। আমরা বিষয়টি সঠিক তদন্তের জোর দাবী জানাচ্ছি।

বিবাদী মাওলানা বিএম হেমায়েত উদ্দিন বলেন, আমাদের হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়। আমার বড় ভাইকে কোন নোটিশ ছাড়াই রাস্তা থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। যে মামলা করেছে তাকে আমরা কেউ চিনি না। তবে তদন্ত করে জানতে পেরেছি আমাদের এলাকয় বশির মাদবর সাথে জমি জামা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। বশির মাদবর আদম ব্যবসার সাথে জড়িত এবং তার নামে একাধিক মানব পাচারের মামলা রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বশির মাদবর ফোনে আমাকে অনেক হুমকি দিয়েছেন।  আমরা জানতে পরেছি তিনি এই মামলাগুলো করিয়েছেন।

প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিষয়টি সঠিক তদন্তের জোর দাবী জানাচ্ছি। এবং এসব মিথ্যা মামলা প্রত্যাহার সহ মামলা বাজদের বিচারদাবি করছি।