Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

পটুয়াখালীতে মুন্সিপাড়ায় আতশবাজি ফুটাতে গিয়ে রাফি নামের শিশুর মৃত্যু

পটুয়াখালীতে মুন্সিপাড়ায়  আতশবাজি ফুটাতে গিয়ে রাফি নামের শিশুর মৃত্যু
পটুয়াখালীতে মুন্সিপাড়ায় আতশবাজি ফুটাতে গিয়ে রাফি নামের শিশুর মৃত্যু

পটুয়াখালীতে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। ঈদুল ফিতরর আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখার পর আনন্দে মাতোয়ারা উঠে কোমলমতি শিশুরা পটুয়াখালী মুন্সিপাড়ার রাফি থেমে নেই। বন্ধুদের নিয়ে বাসার সামনে একটি মাঠে আতশবাজি ফুটাতে ছিল। একটি আতশবাদী রাফির গলায় এসে গেথে যায়। রক্তাক্ত শিশু রাফি দৌড়িয়ে বাসায় আসতে মাটিতে লুটেপরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

শিশু নিহত রাফি পটুয়াখালী চরপাড়ায় ওইজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা দুই বোন এক ভাই। রাফির বাবা মোহাম্মদ মনির হোসেন নিউ মার্কেটে একজন মৎস্য ব্যবসায়ী।

রাফির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

আজ সকাল সাড়ে আটটায় ঈদের নামাজের শেষে চরপাড়া ওয়েজিয়া মাদ্রাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান রাফির এই অকাল মৃত্যুতে আমরা এলাকাবাসী শোকাহত তারা বলেন ছোট ছোট শিশুদের হাতে এরকম আতশবাজি বিক্রি না করে। তাহলে আগামীতে রাফির মত জীবন দিতে হতে পারে।

এ ঘটনায় রা‌ফির প‌রিবারসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো: ইমতিয়াজ হোসেন জানান, ছাতার কাঠি দিয়ে আতশবাজি ফুটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।