Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত

সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত
সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ২ এপ্রিল ২০২৫ সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। এর আগে ঈদের দিন একই স্থানে আরেকটি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন।