
রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও হাজারো মুসল্লি অংশ নেন। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়। এছাড়া বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের আয়োজন করা হয়। নিরাপত্তার মধ্য দিয়ে ৩৫ হাজার মুসল্লির জন্য মূল প্যান্ডেলসহ নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়।