
লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজের মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। ম্যাচের শুরুতেই হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে ম্যাথিয়াস কুনহা একটি গোল শোধ দিলেও, ম্যাক অ্যালিস্টার ও জিওভানি সিমিওনের গোল ব্রাজিলের প্রত্যাবর্তনের সব আশা গুঁড়িয়ে দেয়। আর্জেন্টিনা ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, আর ব্রাজিল সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।