
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এবার ঈদযাত্রায় কঠোর নজরদারির কারণে ট্রেনের টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রবিবার সকালে তিনি বলেন, “রেলের কেউ এবার কালোবাজারিতে জড়ানোর সাহস পায়নি, ফলে যাত্রীরা স্বস্তিতে টিকিট পেয়েছেন।”
তিনি আরও জানান, ট্রেন সময়মতো ছেড়েছে এবং কোথাও কোনো বাড়তি টাকা গুনতে হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পথে পথে চাঁদাবাজিও বন্ধ রয়েছে। এবারের ঈদযাত্রা আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে উপদেষ্টা মন্তব্য করেন।