
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী চীন।
রোববার (৩০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ২৬ মার্চ চার দিনের সফরে চীনে গিয়ে ড. ইউনূস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, বোয়াও ফোরামে ভাষণ ও বিনিয়োগ সংলাপে অংশ নেন। সফরে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই হয়, পাশাপাশি ২১০ কোটি ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি আসে। শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে।