
শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে ছেলে রুবেল মোল্লা (৩৫) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর পালানোর সময় বাড়ির পাশের ফসলি মাঠে পড়ে গিয়ে রুবেলেরও মৃত্যু হয়। স্থানীয়রা জানান, রবিবার রাতে কথা-কাটাকাটির পর এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেল মারা গেছেন। তদন্ত চলছে।