
শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখা এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে তারা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করান।
আজ বিকেলে ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মিষ্টি মুখ করান।
এ সময় তারা বলেন, ঈদের আনন্দ কেবল নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়; বরং সমাজের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই ইসলামের শিক্ষা।
এসময় সংগঠনের জেলা সভাপতি মুহা. তারেক জামিল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ আবরার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মাদ শাহজালালসহ অন্যান্য সদস্যরা এ আয়োজনে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।