
পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদের দিন দুপুরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৫) নিহত ও তার স্ত্রী মিম আক্তার আহত হয়েছেন। চন্ডিপুর-ইন্দুরকানী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির পিলারে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে।