
শরীয়তপুরের জাজিরায় বিশ্ব যক্ষা দিবস ২০২৫ উপলক্ষে র্্যালী হয়েছে।
প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্বম হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া- এই প্রতিপাদ্য বিষয়ে সামনে তুলে ধরে
জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগে ও ব্র্যাক জাজিরা উপজেলার আয়োজনে এই জনসচেতনতা মূলক র্্যালী জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়, র্্যালীতে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোমান বাদসা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজিম উদ্দীন, ডাঃ মোঃ কবির আলম,
আবু বক্কর সিদ্দিক, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহায়ক।
সুশান্ত কুমার শিকদার,
প্রোগ্রাম অফিসার, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও যক্ষা কুষ্ঠ বিভাগের কর্মচারী বৃন্দ।