Monday 31st March 2025
Monday 31st March 2025

ফিলিস্তিন মুসলিমদের উপর বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিন মুসলিমদের উপর বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতিবাদে জাজিরায়  বিক্ষোভ মিছিল
ফিলিস্তিন মুসলিমদের উপর বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ মিছিল

শরীয়তপুরের জাজিরায় দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপর বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকার তৌহিদী জনতা।

শনিবার বাদ জহুর জাজিরা উপজেলা সর্বদলীয় অনৈসলামিক কার্যক্রম প্রতিরোধ কমিটির আয়োজনে
কাজির হাট বন্দর জামে মসজিদ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল বন্দরের ওলি গলি ও মুল সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি মাহবুবুর রহমান জিয়া, উপস্থিত ছিলেন কাজিরহাট বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস ছালাম খান, বনিক সমিতির প্রতিনিধি মাস্টার কাজি দেলোয়ার হোসেন, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান টিটু,জাজিরা উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম,শরীয়তপুর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহি, জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা।

বক্তৃতা গন তাদের বক্তব্যে ফিলিস্তিনে নিরীহ মুসলমান নিরপরাধ শিশু এবং বৃদ্ধদের উপর চালানো বর্বরোচিত সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ যানিয়ে হামলা বন্ধের জন্য জাতিসংঘের যোরালো পদক্ষেপ গ্রহণ করার যোর দাবি যানান, সেই সাথে সকল ইসরাইলী পন্য সামগ্রি বর্জন করার ব্যাবসায়ীদের কঠোর হওয়ার হওয়ার যোর অনুরোধ করেন।