
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন রামভদ্র পুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে ইউনিয়নের রেবতী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক ঢালীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন, রাম ভদ্র পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোকলেছ বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলার সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, সদস্য কামরুল হাসান ভুট্টু মজুমদার, সদস্য আসলাম হোসেন মাঝী, বিএম মোস্তফা,
সদস্য আক্তার হোসেন রাড়ী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য জালাল মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল মৃধা, ছাত্রদলের সাবেক সভাপতি সায়েম খান, যুবদলের অন্যতম নেতা মিঠু মাঝীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।