
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটনাটি ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণে রূপ নেয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে। লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।