
শরীয়তপুরের ভেদরগঞ্জে বকাউল পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ১ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে উপজেলার চরভাগা ইউনিয়ন পরিষদ মাঠে চট্টগ্রাম বিভাগের সিএমপি কমিশনার হাসিব আজিজ বকাউল এর অর্থায়নে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।
ঈদ বস্ত্র বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: মানিক উদ্দিন বকাউল , সেলিম বকাউল। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।