
শরীয়তপুরের ভেদরগঞ্জে আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত কাটান।
শনিবার ২৯ মার্চ ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং একে অপরের খোঁজ-খবর নেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়টির সাবেক সভাপতি ও ছয়গাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো মজুমদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন।
প্রাক্তন শিক্ষার্থীদের এই ধরনের মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী বৃন্দ।