
ইসরায়েলি বাহিনী ঈদুল ফিতরের তৃতীয় দিনেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে গেছে, যাতে ৪২ ফিলিস্তিনি নিহত ও ১৮৩ জন আহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা ৫০,৪০০ ছাড়িয়েছে। ৩১ দিন ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ, ফলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। সব বেকারি বন্ধ, এবং জাতিসংঘ জানিয়েছে, গত তিন সপ্তাহে কোনো ত্রাণ পৌঁছায়নি। ১৫ মাসের সামরিক অভিযানের পর সাময়িক যুদ্ধবিরতি ভেঙে মার্চ থেকে ফের হামলা শুরু হয়েছে। গাজার ৮৫% বাসিন্দা বাস্তুচ্যুত, ৬০% অবকাঠামো ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিরা ঈদে আনন্দের পরিবর্তে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন।