
বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ভবন নির্মাণে জাতীয় কোড অনুসরণ, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার, ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে মহড়া এবং জরুরি সরঞ্জাম সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
এই সতর্কবার্তা মিয়ানমার ও থাইল্যান্ডে সম্প্রতি সংঘটিত ৭.৭ ও ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর এসেছে, যেখানে মিয়ানমারে ৬৯৪ জন নিহত হয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছে ফায়ার সার্ভিস।