
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার রাতে ড. ইউনূসের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় মোদি বলেন, ঈদ শান্তি, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। তিনি উভয় দেশের বন্ধুত্ব আরও জোরদার হওয়ার প্রত্যাশা করেন এবং বিশ্বের জন্য সুখ-সমৃদ্ধি কামনা করেন।