
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বেইজিংয়ে এক বিনিয়োগ সংলাপে তিনি বাংলাদেশের ভৌগোলিক সুবিধা, তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, মানবসম্পদের সম্ভাবনা এবং তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষমতা তুলে ধরেন। পাশাপাশি, নেপাল-ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ব্যবসায়িক সংযোগ স্থাপনের গুরুত্ব উল্লেখ করেন। সংলাপে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।