Monday 31st March 2025
Monday 31st March 2025

সচিবালয় ঘেরাওকালে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত অর্ধশত

সচিবালয় ঘেরাওকালে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত অর্ধশত
সচিবালয় ঘেরাওকালে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত অর্ধশত

বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের লিংক রোডে এ সংঘর্ষে প্রায় ৪০ জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ব্যারিকেড দিলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষের ফলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর জানান, সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গুরুতর। শ্রমিক সংগঠনের দাবি, তাদের প্রায় ৩০-৩৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দীলিপ রায়কে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক আন্দোলনে অংশ নেয়, যা তৃতীয় দিনের মতো চলমান ছিল।