Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

নড়াইলে আলু ব্যাবসারির হাতে জেলা শ্রমিক ইউনিয়নের সম্পাদক মামুন নিহত

নড়াইলে আলু ব্যাবসারির হাতে জেলা শ্রমিক ইউনিয়নের সম্পাদক মামুন নিহত
নিহত আব্দুল্লাহ আল মামুন। ছবি : দৈনিক রুদ্রবার্তা।

নড়াইলের লোহাগড়ায় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৫০) কে হত্যা করল আলু ব্যবসাঢি ইদ্রিস । এ ঘটনায় আলু ব্যবসায়ি ইদ্রিস মিয়া কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০ মার্চ) বিকালে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত ওলিয়ার ফকিরের ছেলে। গ্রেফতারকৃত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার বিকেলে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লোহাগড়ার লক্ষীপাশা বাস ষ্টান্ড এলাকার কাঁচা বাজারে আলু কিনতে ইদ্রিস মিয়ার দোকানে যান। আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান,‘এ ঘটনার অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’