Sunday 6th April 2025
Sunday 6th April 2025

ড. ইউনূসের ‘সেভেন সিস্টার্স’ মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া

ড. ইউনূসের ‘সেভেন সিস্টার্স’ মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া
ড. ইউনূসের ‘সেভেন সিস্টার্স’ মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া

চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে স্থলবেষ্টিত উল্লেখ করে বাংলাদেশকে এদের সমুদ্রপথের ‘অভিভাবক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এ অঞ্চলে চীনা অর্থনৈতিক সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ বক্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় নেতারা, যার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ও সাবেক হাইকমিশনার বিনা সিক্রি এটিকে ‘আপত্তিকর’ ও ‘হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। ভারতের কৌশলগত ‘চিকেনস নেক’ করিডোর এবং চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।