
চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে স্থলবেষ্টিত উল্লেখ করে বাংলাদেশকে এদের সমুদ্রপথের ‘অভিভাবক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এ অঞ্চলে চীনা অর্থনৈতিক সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ বক্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় নেতারা, যার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ও সাবেক হাইকমিশনার বিনা সিক্রি এটিকে ‘আপত্তিকর’ ও ‘হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। ভারতের কৌশলগত ‘চিকেনস নেক’ করিডোর এবং চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।