
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে বদলাতে হলে পরিচালনা পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে, যেখানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে বক্তব্য রাখার সময় এ কথা বলেন। গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, শুধু মুনাফার জন্য ব্যবসা করলেই চলবে না; সমাজ পরিবর্তন, সম্পদের ভারসাম্য এবং পরিবেশ রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের অতিরিক্ত লোভ ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে। তরুণদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ড. ইউনূস থাইল্যান্ডে পৌঁছান। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং সম্মেলনের শেষ দিনে তিনি বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।