
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডপ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কোচবিহার জেলার বাসিন্দা জাহানুর আলম (২৪)।
ঘটনার সূত্রে জানা যায়, একদল ভারতীয় চোরাকারবারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে জাহানুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে তারা।