
রাজধানীর নীলক্ষেতের একটি বেসরকারি হাসপাতাল থেকে সুমাইয়া নামে দুই মাস সাত দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ২৩ মার্চ শ্বাসকষ্টের কারণে তার বাবা পরিচয় দিয়ে কামাল হোসেন হাসপাতালে ভর্তি করান। তবে ভর্তির পর থেকেই স্বজনদের খুঁজে পাওয়া যায়নি, তাদের দেওয়া মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। ২৮ মার্চ দুপুরে শিশুটি মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।
নিউমার্কেট থানা-পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি শ্বাসকষ্টজনিত কারণেই মারা গেছে।