
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে সংস্কার কাজ করা হচ্ছে। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি রোহিঙ্গা সংকটের নেতিবাচক প্রভাব ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। এছাড়া, গাজার সংকটকে মানবতার ইস্যু হিসেবে উল্লেখ করেন তিনি।
ড. ইউনূসের চীন সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক, পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা ও চীনা হাসপাতালগুলোর সাথে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। ২৯ মার্চ তিনি দেশে ফিরবেন।