
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা,জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ-সহ বিগত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় শরীয়তপুরের সখিপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকালে সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন।
সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজিব সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালাসহ জেলা ও থানার অন্যান্য নেতৃবৃন্দ।