
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভবিষৎ এখনও সমৃদ্ধির শিখর ছুঁয়নি, তবে ঐক্য ও শান্তি দিয়ে স্বপ্ন পূরণের পথ খোলা আছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে তিনি জাতিকে একত্রিত হওয়ার ডাক দেন। তিনি জোর দিয়ে বলেন, ঈদের বাণী সমঝোতা ও অতীত ভুলে এগিয়ে যাওয়া, যা ভয়মুক্ত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে এখন অপরিহার্য।