
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকার আহ্বান জানিয়েছেন। ২৮ মার্চ ২০২৫-এ অনুষ্ঠিত এই বৈঠকে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠন এবং রোহিঙ্গা সংকটে চীনের সহায়তার বিষয়ে আলোচনা করেন। চার দিনের সফরে তিনি চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগ সংলাপ ও গোলটেবিল আলোচনায় অংশ নিচ্ছেন, যার লক্ষ্য বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও চীনা বিনিয়োগ আকর্ষণ।