
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ, ২৫ মার্চ, সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিনি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। গত ৮ আগস্ট তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তার কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষণের একটি।