
চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের দিন সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ঘটে।