
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার এই মুহূর্তে বাংলাদেশ গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের সুযোগ পেয়েছে। ট্রাম্প দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ঢাকায় মার্কিন দূতাবাসও এ উপলক্ষে আলাদা শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছে।