
শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২৬ মার্চ ২০২৫) দুপুরে দুবাইপ্লাজা সংলগ্ন শরীয়তপুর পৌরসভা যুবদলের অফিসে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময়ে অংশগ্রহণ করেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহাগ শরীফ, পৌরসভা যুবদল নেতা আলী মাদবর, আলী আশ্রাফ পাহাড়, সিরাজ মালত, পলিন খান, সুজন খান, আফজাল তালুকদার, সেলিম তালুকদার, আকবর হাওলাদার, সাইফুল ইসলাম মিলন প্রমূখ।
মতবিনিময় কালে নুরুজ্জামান বেপারী বলেন, দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যের কোন বিকল্প নেই।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করছি।
এছাড়াও শরীয়তপুরের কৃতি সন্তান মিয়া নূরউদ্দিন অপু ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের দীর্ঘায়ু কামনা করছি। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
অন্যদিকে, তিনি বলেন দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আল্লাহ আমাদের সবার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করুন। ঈদ মোবারক। এই ঈদ আপনার আমার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।