Tuesday 1st April 2025
Tuesday 1st April 2025
শিরোনাম

শরীয়তপুরে বিটিএসএফ’র ইফতার মাহফিলে হাফেজ বিএম সাইফুলকে সংবর্ধনা

শরীয়তপুরে বিটিএসএফ’র ইফতার মাহফিলে হাফেজ বিএম সাইফুলকে সংবর্ধনা
শরীয়তপুরে বিটিএসএফ’র ইফতার মাহফিলে হাফেজ বিএম সাইফুলকে সংবর্ধনা

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহাফিল এবং হাফেজ বি এম সাইফুল হোসেন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ মার্চ শরীয়তপুর জেলা বিটিএসএফ এর অস্থায়ী কার্যালয়, বেপারী প্লাজা, চৌরঙ্গীর মোড়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাপ্তাহিক সপ্তপল্লী সমাচারের সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল হোসেন সরদার।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ভাইস চেয়ারম্যান বি এম মকবুল হোসেন।

পরিচালনায় ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন খান।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন।

অনুষ্ঠানে হাফেজ বিএম সাইফুল হোসেনকে সংবর্ধনা দেয়া হয় এবং শরীয়তপুর জেলা বিটিএসএফ-এর নতুন সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইনকে বরণ করা হয়।

এসময় বিটিএসএফ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাফেজ বি এম সাইফুল হোসেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ভাইস চেয়ারম্যান বি এম মকবুল হোসেনের ছোট পুত্র।